ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে করোনার প্রভাবে ২ মাস বন্ধ থাকার পর আজ (১লা জুন) থেকে বাস চলাচল শুরু !!

নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২০ ১২:১৭ অপরাহ্ণ
পঠিত: 57 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরে দীর্ঘ ২মাস বন্ধ থাকার পর আজ থেকে সরকারী নির্দেশনা মোতাবেক পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। দিনাজপুর থেকে অভ্যন্তরিন সকল রুটে বাস চলাচল মুরু হয়েছে। সকাল থেকেই দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ও যাত্রীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে দীর্ঘদিন পর। এদিকে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ও স্বাস্থ্য বিধি মেনেই বাস মালিক শ্রমিকরা চলাচল করছে। বাস টার্মিনালে দেখা যায় মাইকিং এর মাধ্যমে যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও বাসের ভিতরে জীবানুনাশক স্প্রে-সহ স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের চলাচলের জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানান। তবে সাধারণ যাত্রীরা যদি সচেতন না হয় সে ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে পরিবহন চলাচল করা সংকটের মুখে পড়বে শ্রমিকরা।

এদিকে দীর্ঘদিন পর পরিবহন খুললেও যাত্রীদের চাপ তেমন লক্ষ্য করা যায়নি। অপরদিকে দিনাজপুর থেকে দুরপাল্লার ঢাকাগামী সকল কোচগুলো আজ থেকে চলাচল শুরু করবে বলে জানা গেছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না