ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বাস দুর্ঘটনায় মারা গেছে এক পথচারী।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ
পঠিত: 134 বার
Link Copied!

মোঃ আলিমুল ইসলাম জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।

কুড়িগ্রামে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী নাবিল পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব – ১৪ – ৮৫ ৩৩ দ্রুতগতিতে এসে রাস্তার পাশ দিয়ে চলা নজরুল ইসলাম(৪০) ও অপর এক ব্যক্তিকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশের একটি বাড়িতে আঘাত হানে। পরে স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীসহ সবাইকে দ্রুত নামিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম সহ অপর ব্যক্তিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি বাজার তেলের পাম্প সংলগ্ন এলাকায়।মৃত নজরুল ইসলাম কাঁঠালবাড়ী শিবরাম কাসাইটারী গ্রামের মৃত রহিমুল্লাহর ছেলে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ ঘটনা স্টলে পরিদর্শন করে সাংবাদিকদের জানান,বাসটির যাত্রীরা কেউ হতাহত হয়নি, চালক পলাতক রয়েছেন,চালককে খুঁজে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না