ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম জামালখানে অবৈধভাবে পাহাড় কাটায় দুইজনকে ২৮লাখ টাকা জরিমানা করল বন ও পরিবেশ অধিদপ্তর।

বিডি আলো ডেস্ক
জুন ২, ২০২০ ৮:১৭ অপরাহ্ণ
পঠিত: 76 বার
Link Copied!

প্রকাশ দেব চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর জামালখান এসএস খালেদ রোডের রীমা কমিউনিটি সেন্টারের বিপরীতে ‘গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড়’ কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।সোমবার (১ জুন) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানার আদেশ দেন।

অভিযুক্ত সনজিত দত্ত ও ডা. দারদাউস শাহকে এ জরিমানা করা হয়। বহুতল ভবন নির্মাণের জন্য ওই পাহাড় কাটা হচ্ছিল বলে নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযুক্ত ব্যক্তিদের আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে নির্দেশও দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাই। বহুতল ভবন নির্মাণের জন্য তারা পাহাড়ের মোট ২৮ হাজার ঘনফুট কেটেছে। এ পাহাড় গ্রিন্ডলেজ ব্যাংক পাহাড় নামে পরিচিত। পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।’

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না