জাহিদুল ইসলাম: সোনাগাজী(ফেনী) উপজেলা প্রতিনিধি
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কাজিরহাট এলাকা থেকে ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছেন মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ২জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা মাইন উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত মাইন উদ্দিন বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের মাবুল হকের পুত্র।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো.সাজেদুল ইসলাম ২২পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী মাইন উদ্দিন কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।