সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতকের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রতনপুর ও বাগানবাড়ি পাহাড়ি এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর অব্যাহত ভাংগনে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি কৃষি জমি গাছ পালা ও বাগান। ভারত থেকে নেমে আসা সোনাই নদীতে ( বাইরং) গতবারের প্রচন্ড পাহাড়ি ঢলে এ এলাকায় বড় আকারে ভাংগন দেখা দেয়। এবারের পাহাড়ি ঢলে নদী ভাঙন আরো প্রকট আকার ধারন করছে। এলাকা বাসী মনে করছে এবার যদি বড় ধরনের কোন বন্যা আসে তাহলে সুনাই নদীর গতিপথ অন্যদিকে মোড় নিতে পারে । এতে এলাকার কয়েক হাজার একর কৃষি জমি সহ ৮-১০টি গ্রামের জনবসতির ব্যপক ক্ষতির আশংকা রয়েছে। বর্তমান ইউপি সদস্য লাল মিয়া রোববার দুপুরে এলাকার গণ্যমান্য মুরব্বী ও যুবক দের নিয়ে নদী ভাঙন পরিদর্শন করেন। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার খোকন,সাবেক মেম্বার স্বপন সিংহ, আওয়ামীলীগ নেতা শফিক মিয়া, বাহার মিয়া,রঘু মনি সিংহ আব্দুল হক, শামসুল হক, জাহির মিয়া, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি যুবনেতা মিলন সিংহ, এলাইচ মিয়া,বাদশা মিয়া, বিনোদ সিংহ,শ্যামল সিংহ, আকদুস , হেলাল, প্রদীপ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।