ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় ঢাকা ফেরত যুবকের শরীরে করোনা উপসর্গ

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ৩, ২০২০ ৭:০৫ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

বাগমারা প্রতিনিধি রবিন 

 

রাজশাহীর বাগমারায় ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা রোগের উপসর্গ পাওয়া গেছে।জানা যায়, কোনাবাড়ীয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সে গত ৩ দিন পূর্বে কোনাবাড়িয়ায় নিজ বাড়িতে আসেন। আজ বুধবার ভবানীগঞ্জ বাজারের একটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসলে জানা যায়, তিনি জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, আব্দুর রাজ্জাককে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না