ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

দিরাই চরনারচর ইউনিয়নে বজ্রপাতে এক কিশোর নিহত

বিডি আলো ডেস্ক
জুন ৪, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

মো. শাহীন আলম, সুনামগঞ্জ::

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম তকবির মিয়া (১২) । সে ইউনিয়নের ললুয়ারচর গ্রামের খালেক মিয়ার পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে তকবির মিলনগঞ্জ বাজারের পাশের হাওরে মাছ ধরতে যায়। এমন সময় বজ্রপাত হলে সে আহত হয়। আহতাবস্থায় তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসারপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না