ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক দেয়া প্রদান করেন এমপি-মুহিবুর রহমান মানিক

বিডি আলো ডেস্ক
জুন ৪, ২০২০ ৩:৪৫ অপরাহ্ণ
পঠিত: 59 বার
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ইমাম মোয়াজ্জিনদের অনুদানের চেক প্রদানকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতে ইমাম-মোয়াজ্জিনদের সুবিধার জন্য অনুদান প্রদান অব্যাহত রেখেছেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাতক-দোয়ারার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের চেক প্রদান করা হচ্ছে। পাশাপাশি কর্মহীন মানুষকে দেয়া হচ্ছে সরকারী খাদ্যসামগ্রি ও অর্থ সহায়তা। তিনি বলেন, ছাতক-দোয়ারায় হোটেল শ্রমিক, ঠেলা চালক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, ভিক্ষুক ও ভবঘুরদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তিনি বর্তমান করোনা পরিস্থিতিতে সাহস না হারিয়ে প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলাফেরা ও ঘরে অবস্থান করার পরামর্শ দেন। গতকাল বুধবার সকালে ছাতক উপজেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৩৩৬টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন, পৌরসভার শিক্ষক প্রতিনিধি মাহমুদ আলী প্রমুখ।##

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না