বাগমারা প্রতিনিধি রবিন
বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি বাজারে বুধবার সন্ধার পর পরই বিদ্যুতায়িত হয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি নাম বেলাল হোসেন (৫৫)। তিনি ঐ ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় দশ বছর ধরে যাত্রাগাছি বাজারে সুনামের সঙ্গে কাঠের বিভিন্ন ধারনের আসবাবপত্র তৈরি করে আসছিলেন তিনি।এবং সেখান থেকেই জিনিসপত্র বিক্রি করে যাচ্ছিলেন।
বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময়ে অধিক উৎপাদনের আশায় কাঠ চাঁচাছোলার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র কিনে এনে তা চালু করতে গিয়ে তিনি বিদ্যুত ইস্পু হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।