ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:২৫
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগ‌ঞ্জে ‌বেতন উ‌ত্তোলন মোটর সাইকেল ‌খোঁয়া গেল কাইয়ু‌মের!

বিডি আলো ডেস্ক
জুন ৭, ২০২০ ১০:১৯ অপরাহ্ণ
পঠিত: 79 বার
Link Copied!

‌মোঃ বেলাল হো‌সেন, উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি সুন্দরগঞ্জ,গাইবান্ধা

(০৬ জুন ) গাইবান্ধার সুন্দরগ‌ঞ্জে প্রায় সময় মোটর সাই‌কেল চু‌রির ঘটনা ঘট‌লেও ধরা ছোঁয়ার বা‌হি‌রে জ‌ড়িত চক্রটি । গত ০৩ জুন তারিখ দুপুরে উপজেলার বিশ্বাস হলু‌দিয়া সরকারী প্রাইমারী স্কুলের দপ্তরী মোঃ আব্দুল কাইয়ুম বেতন তুল‌তে সুন্দরগঞ্জ সোনালী ব্যাংকের নিচে গাড়ি পার্কিং করে ব্যাংকে যান ।

ফি‌রে এসে দে‌খেন তার ব্যবহৃত মোটর সাই‌কেল‌টি নেই ! আশ পা‌শে খু‌ঁজেও তার মোটর সাই‌কেল‌টি না পে‌য়ে বুঝ‌তে পা‌রেন, সে‌টি চু‌রি গে‌ছে । ব্যাং‌কে সি‌সি টি‌ভি ক্যা‌মেরা থাক‌লেও সেখা‌নে ধারনকৃত কোন তথ্য পাওয়া যায়‌নি ।

 

 

এ ব্যাপা‌রে জান‌তে চাই‌লে সুন্দরগঞ্জ থানার ও‌সি ব‌লেন, গাড়ী‌টি খোঁজা হ‌চ্ছে । কোন তথ্য পাওয়া গে‌লে গাড়ীর মা‌লিক‌কে জানা‌নো হ‌বে ।

 

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না