প্রকাশ দেব চট্টগ্রাম
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী’র মেঝ সন্তান ও রাউজান সাংসদ এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই জনাব ফজলে রাব্বি চৌধুরী (মানিক) চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ৪ জুন বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। আজ বিকালে ফজলে রাব্বি মানিকের মরদেহবাহী গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে রাউজানে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন রাউজান সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী (এম.পি)। আগামীকাল বাদে জুমা রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাযের পর গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ির মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রাউজানবাসীকে রক্ষা করার জন্য আগামীকাল জানাযার নামাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন প্রয়াত ফজলে রাব্বি মানিকের পরিবার।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।