বাগমারা প্রতিনিধি রবিন,
নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ভবানীগঞ্জ পৌরসভার অর্ধকোটি টাকার কাজের উদ্বোধন করলেন রাজশাহী ৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌর মেয়র জনাব আব্দুল মালেক মন্ডল, প্রকৌশলী লিটন মিয়া্ এবং কাজের ঠিকাদার জাবেদ আলী সহ দলীয় নেতাকর্মীরা।
ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে জিরো পয়েন্ট হয়ে চানপাড়া গোডাউন মোড় এবং জিরো পয়েন্ট থেকে নদীর ঘাট পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের ব্যায় প্রাক্কালন করা হয়েছে ৪৫ লক্ষ ৮৭ হাজার ১৮২ টাকা।
জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ সম্পন্ন হলে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।