ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৪
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় অভিনব কায়দা চলছে পুকুর খনন এর কাজ!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ৯, ২০২০ ১২:০১ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

বাগমারা প্রতিনিধি রবিন,

করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে দিন দিন তেমনি ভাবে পুকুর খনন কাজ ও কৌশল বৃদ্ধি করেছেন পুকুর খনন কারীরা রাজশাহী বাগমারা ১৩ নং গোয়ালকান্দি ইউপির ৩ নং ওযাড খরাদীপাড়া পাশে জসয়তলা বিলে চলছে পুকুর পাড় নিমাণ কাজ। কোদাল আর ঝুড়ি ব্যবহার করে চলছে বাধের কাজ।

 

যা এলাকা বাসী কাজে বাধা প্রদান করার পরও চলছে বাধ নিমাণ কাজ ঐবিলে মোট ৩০০ বিঘার মতো জমির ফসল নষ্ট হবে বলে জানিয়েছেন স্থানীয়া।

 

নাইম বলে তারা সুকৌশলে বাধ নিমাণ করছেন এবং কিছু দিন পর তারা পানি করে মাছ চাষ করবেন এবং আবাদী জমি ব্যাপক ক্ষতি সাধন হবে তিনি আরও বলেন জসমতলা বিলের অধিকাংশ মানুষের কোন মতামত নেওয়া হয়নি এবং তারপর জোর করে বাধ নিমাণ কাজ করে যাচ্ছে।

 

ফরহাদ খরাদী বলেন তাদের বিলে ভালো ফসল হতো পুকুর খনন কাজ করার কোন প্রয়োজন নেই । তারা আশা করছেন প্রশাসন হতে তাদের সুবিচার পাবেন। এই বিষয়ে থানাতে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়েছেন বিষয়টি।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না