ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন;

বিডি আলো ডেস্ক
জুন ৯, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
পঠিত: 69 বার
Link Copied!

জাহিদুল ইসলাম; সোনাগাজী(ফেনী) উপজেলা প্রতিনিধি

সোনাগাজী উপজেলায় সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। দুপুরে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাশ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বুথ স্থাপন হওয়ায় করোনা সন্দেহজনক রোগীদের নমুনা সংগ্রহে সুবিধা হবে। এতে রোগী এবং নমুনা সংগ্রহকারী দুজনেরই নিরাপত্তা বজায় থাকবে।

 

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না