ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রতিরোধে সাংসদপুত্র ফারাজ করিমের টিম গঠন।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ৯, ২০২০ ৩:২২ পূর্বাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

প্রকাশ দেব চট্টগ্রাম চট্টগ্রাম।

বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জনজীবনে ভোগান্তির শেষ নেই। অনেকের আয়-রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে সংসারের ভরণ-পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষ।এমন দুর্ভোগময় দিনে মানুষের ভোগান্তিতে মরার উপর খড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিল। সাম্প্রতিক সময়ে রাউজানের অধিকাংশ বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিল নিয়ে তাদের এন্তার অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে রাউজানের সাংসদপুত্রের দৃষ্টি আকর্ষণ করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টির বিষয়টি দৃষ্টিগোচর হলে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে কথা বলার জন্য সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমকে নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী।

 

সাধারণ মানুষের এসব দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর নির্দেশনায় আজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে সাক্ষাত করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিম। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব উপস্থিত ছিলেন।

 

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেন, সম্প্রতি মনগড়া বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই বিষয়ে রাউজানের সাংসদপুত্র, তরুণ প্রজন্মের প্রিয়মুখ ফারাজ করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষন করেন। পরে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের সাথে কথা বলার নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী। উনার নির্দেশে আমরা গ্রাহকদের অভিযোগগুলোর বিষয়টি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের কাছে তুলে ধরেছি। প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদ বলেছেন, যাদের এই ধরণের অভিযোগ আছে তাদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি২ এর পক্ষ থেকে “বিদ্যুৎ বিল সমন্বয়ক সেল” নামের একটি টিম গঠন করা হয়েছে। যারা হেল্প ডেস্ক টিমের মাধ্যমে অভিযোগ নিয়ে গেছে তাদের সকলের বিলের ভুলত্রুটি গুলো সংশোধন করা হয়েছে, এবং পরবর্তীতে গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিল সমন্বয় সেল টিমের মাধ্যমে সুরহা করা হবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না