জাহিদুল ইসলামঃ সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি
সোনাগাজীতে সংবাদ প্রকাশের জের ধরে সময়ের কন্ঠস্বরের ফেনী প্রতিনিধি, সাপ্তাহিক গণবার্তা’র যুগ্ম বার্তা সম্পাদক, সোনাগাজী টাইমসের প্রধান সম্পাদক ও সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল্লাহ রিয়েলকে হত্যার হুমকি দিয়েছেন সোনাগাজী পৌরসভার বাখরিয়া গ্রামের সোহরাব হোসেন কফিল।
এ ঘটনায় গতকাল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে সাংবাদিক আবদুল্লাহ রিয়েল উল্লেখ করেন, ২২মে রাতে সোনাগাজী পৌরসভার বাখরিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে সোহরাব হোসেন কপিলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। যাতে লিখা ছিলো “বিএনপির সাবেক শীর্ষ ক্যাডার থেকে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী সেই লম্পট সোহরাব হোসেন কফিল গ্রেফতার।প্রশংসায় পঞ্চমুখ ওসি সাজেদুল ইসলাম’’ ।
জামিনে বের হবার সংবাদ প্রকাশের জের ধরে তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে কপিল ।
এঘটনায় গতকাল সোনাগাজী মডেল থানায় কপিলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন রিয়েল।
সাংবাদিক রিয়েলকে হত্যার হুমকির ঘটনায় সোনাগাজী প্রেস ক্লাব,সোনাগাজী রিপোর্টার্স ইউনিটিসহ জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।