ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ২:০৩
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের জাহিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বিডি আলো ডেস্ক
জুন ১০, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ)::  

ছাতকের জাহিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অব্যবস্থপনার অভিযোগ উঠেছে। নিম্ন মানের লেখাপড়া, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনে অনীহা, কখনো কমিটির সদস্যগনকে এড়িয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ৪ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন দিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকদের পক্ষে আহবাব উদ্দিন, আজিজুর রহমান ও আজব আলী। অভিযোগ থেকে জানা যায়, বিগত ৩টি মেয়াদে এ বিদ্যালয়টি চলছিলো এডহক কমিটি দিয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যক্তিগত অনীহার কারনে বিদ্যালয় পরিচালনায় নতুন কমিটি গঠন করা হচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়। প্রধান শিক্ষক স্ব-পরিবারে সিলেটে থাকার কারনে তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতে পারেন না। মাঝে-মধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৃত পাঠ গ্রহন থেকে বঞ্চিত হচ্ছে। সদ্য প্রকাশিত এসএসসি ফলাফলে এর নেতিবাচক প্রভাব পরে। জানুয়ারী মাসে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের উদ্যোগ নেন এলাকাবাসী। এলাকাবাসীর চাপে এবং সকলের মতামতের ভিত্তিতে এলাকার ৫ জনকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এদিকে প্রধান শিক্ষক এলাকারবাসীর মতামত উপেক্ষা করে ব্যক্তিগত পছন্দের লোককে সভাপতি ও শিক্ষানুরাগি সদস্য করতে নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন বাজারে একটি সভা আহবান করা হয়। এ সভায় প্রধান শিক্ষককে আমন্ত্রন জানানো হলেও তিনি উপস্থিত হননি। বিষয়টির প্রতিকার চেয়ে ওই সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়। পরবর্তীতে দেশে করোনা পরিস্থিতির কারনে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত হয়ে যায়। সম্প্রতি শিক্ষার্থী অভিভাবকগনের পক্ষে ৩ জন অভিভাবক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রদান করা হয়। অভিযোগের অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিলেট) চেয়ারম্যান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও দেয়া হয়েছে। অভিযোগে ফ্যাসিলিটি বিভাগ হতে প্রাপ্ত বিদ্যালয়ের ১২ লাখ টাকার কোন হদিস মিলছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না