মোঃ আলিমুল ইসলাম,জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।
কুড়িগ্রামের রাজিবপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ শফিকুল ইসলাম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১০ জুন বুধবার আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিটের সময় উপজেলার সুইচগেট এলাকায়
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে আটক করেন। রাজিবপুর থানা পুলিশের এ.এস.আই আতাউর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যবসায়ীর নিকট থেকে আড়াই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামী শেরপুর জেলার সদর থানার বলাইচর গ্রামের ইমতেজ শেখ এর পুত্র।
জানা গেছে, শফিকুল দীর্ঘ দিন যাবত লোকচক্ষুর আড়ালে বিভিন্ন প্রকার ভারতীয় মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবা ব্যবসা করে আসছিল।
গাঁজা সহ আসামী ইজিবাইক যোগে যাওয়ার সময় সুইচগেট এলাকায় তাকে তল্লাশি করে তার নিকট থাকা ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা পাওয়া গেছে।
রাজিবপুর থানার ইনচার্জ মোঃ গোলাম মোরশেদ তালুকদার বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকব। আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮/৩৬(১), স্মারণী-১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।”
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।