ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় কোটি টাকার পুকুর উদ্ধার!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১১, ২০২০ ১:১৯ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

বাগমারা প্রতিনিধি রবিন,

রাজশাহীর বাগমারায় কোটি টাকার সরকারি পুকুর অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের নির্দেশে সোমবার বিকেলে সহকারি কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান আইন শৃংলা বাহিনীর সদস্যদের নিয়ে অবৈধ দখলদার সিদ্দিক বাগের কাছ থেকে সরকারি এই পুকুরটি উদ্ধার করে নিজেদের দখলে নেয়।

উপজেলা ভুমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের সরকারি কোটি টাকার পুকুর একই গ্রামের প্রভাবশালী সিদ্দিক বাগসহ কয়েকজনে মসজিদ ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে প্রায় ৪০ বছর থেকে ভোগ দখল করে আসছে। পুকুরটি থেকে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা জলমহল কমিটির পক্ষ থেকে কয়েকবার পুকুরটি লীজ দেয়া হয়। সিদ্দিক বাগ লীজ গ্রহীতাদের পুকুরটি দখল না দিয়ে তিনি গায়ের জোরে তার লোকজন নিয়ে জোরপূর্বক ভোগদখল করে আসছিলো। চলতি বছরে উপজেলা একটি কমিটি পুকুরটি টেন্ডারের মাধ্যমে হাটগাঙ্গোপাড়া মৎস্যজীবি সমবায় সমিতিকে লীজ দেয়। পুকুরটি লীজ পাওয়ার পর হাটগাঙ্গোপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি পুকুরটি দখলে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। এমন ঘটনায় প্রভাবশালী সিদ্দিক পুকুরটি নিজের কব্জায় রাখতে আদালতে মামলা দায়ের করে।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারী সম্পদ উদ্ধারের জন্য সহকারি কমিশনার (ভুমি)কে নির্দেশ দেন। সরকারি কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান কাগজপত্র যাচাই-বাচাই শেষে সোমবার বিকেলে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে সরকারি পুকুরটি দখলে নেয় এবং হাটগাঙ্গোপাড়া মৎস্যজীবি সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়।

মাহামুদুল হাসান বলেন, সিদ্দিক বাগ এলাকার প্রভাশালী ব্যক্তি। সরকারি সম্পত্তি নিজের কব্জায় রাখার জন্য মসজিদ ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে তিনি নিজেই ভোগদখল করে থাকেন। সরকারী স্বার্থ সিংশ্লিষ্ট থাকায় পুকুরটি প্রভাবশালী সিদ্দিক বাগের কব্জায় থেকে উদ্ধার করা হয়েছে। ওই পুকুরে সিদ্দিক বাগসহ যে কোন প্রভাবশালী দখলে যাওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি জোরপূর্বক জবর দখল ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা জলমহল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না