ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্থব্যে আক্তার মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

বিডি আলো ডেস্ক
জুন ১১, ২০২০ ২:৫৬ অপরাহ্ণ
পঠিত: 71 বার
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি::

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্থব্যে করায় মোঃ আক্তার মিয়া (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব -৯ এর সদস্যরা। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের মৃত মোঃ সুরুজ আলীর ছেলে। সে একজন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে তার ফেইসবুক ওয়ালে এমন কমেন্ট করে আসছিল বলে র‌্যাব সূত্রে জানা যায়। আজ বৃহস্পতিবার ভোরে র‌্যাব  -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের লেঃ কমান্ডার (এ এস পি) মোঃ ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব  সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব  কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে তার ফেইসবুক আইডিতে বিরুপ মন্থব্য কে আসছিল। এ ব্যাপারে র‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের লেঃ কমান্ডার মোঃ ফয়সল আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এই আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্থব্য করে আসছিল তার ফেইসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওযা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না