দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরে দিন-দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন সহ মোট আক্রান্ত ৩৬১ জন। এছাড়াও ২৪ ঘন্টায় এক পুলিশ সদস্য করোনা আক্রান্তে মৃত্যুবরণ করেছেন। উক্ত পুলিশ সদস্য দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। এ নিয়ে দিনাজপুরে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন এ পর্যন্ত ১০৯ জন। এদিকে করোনা বিস্তার রোধে দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকার পর পুনরায় চালু হলে মানুষ মানছে না স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব। এর ফলে করোনা ছড়িয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।