দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে র্যালী ও মাস্ক বিতরণ করেছেন ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই জনসচেতনামূলক র্যালী ও মাস্ক বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠনের সকল সদস্যগণ। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, বাস স্ট্যান্ড ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠন কার্য্যলয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় রাস্তায় চলাচলরত পথচারী ও রিক্সাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।