ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৯
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ মোট করোনায় ৩৩৭ জন আক্রান্ত!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১২, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

অংকন তালুকদার:

 

গোপালগঞ্জে নতুন করে কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।

 

শুক্রবার (১২ জুন) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি আরো জানান, মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২জন ও মুকসুদপুর উপজেলায় ১জন মারা মারা গেছেন। বাকীদের মধ্যে ১৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৮৮ জন জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশন চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ১০৪ জন, মুকসুদপুরে ৭৮ জন, কোটালীপাড়ায় ৫৫, গোপালগঞ্জ সদরে ৫১জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৯ জন রয়েছেন।

 

আক্রান্তদের হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে এবং পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না