ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এর মৃত্যুতে শোক প্রকাশ!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১৩, ২০২০ ৪:১২ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

নাটোর প্রতিনিধি: মোতালেব হোসেন

দেশে যখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তখন গরীব অসহায় দুস্থ মানুষগুলো খাদ্যাভাবে দিন কাটাচ্ছে। অসহায় দুস্থ মানুষের জন্য দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যাভাব দূরীভূত করার লক্ষে সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে উপজেলা চত্বরে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা চত্বরে উপজেলার ৬০০জন অসহায়-দুস্থদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি সহ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না