ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪২
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ সহ পরিবারের১৪জন করোনা আক্রান্ত!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১৩, ২০২০ ৮:১১ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

প্রকাশ দেব চট্টগ্ৰাম।

চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পরিবারের আরও ৪ জনের করোনা পজেটিভ। বৃহস্পতিবার রাত ১২ টায় ফৌজদার হাটের বিআইটিআইডি ল্যাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার (১০ জুন) এ সংসদ সদস্যসহ তার পরিবারের আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়ায়।

নতুন চার সদস্যের মধ্যে ২৯ বছর বয়সী একজন পুরুষ, ৫৬ বছর বয়সী পুরুষ, ১৫ বছরের তরুণী ও ১৫ বছরের একজন তরুণ রয়েছে। নতুন এ চারজনসহ এ পরিবরের ১৪জন করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার বিআইটিআইডি ল্যাবে এ পরিবারের আরও ১৩ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে দু’দিনে আলোচ্য সাংসদ পরিবারের সদস্যদের ২৮টি নমুনা পরীক্ষায় ১৪ জনের ফলাফল পজেটিভ আসে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না