বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
আগামীকাল ১৫ই জুন থেকে সারা দেশে থাকবে জোন ভিত্তিক লকডাউন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
টানা দুই মাসেরও বেশি সময় সবকিছু বন্ধ থাকার পর সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়েছে গত ৩১শে মে। যেখানে অসুস্থ, বয়স্কজন ও প্রসূতি কর্মীদের জন্য বাড়িতে অবস্থানের সুযোগসহ রাখা হয় বেশি কিছু স্বাস্থ্যবিধি মেনে অফিস করার বিধি-নিষেধ। জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত ওই প্রজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেয়া হয় আগামী ১৫ জুন পর্যন্ত। তবে নতুন প্রজ্ঞাপন না আসা পর্যন্ত পূর্বের নিয়মই বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।