মহিউদ্দিন আহমেদ, কলকাতা,ভারত
কোভিড-১৯ এর জন্য চলতি মাসের ২০ জুন পর্যন্ত বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। এমনই সিধান্ত নিয়েছে মন্দির কমিটি। তারাপীঠ মন্দির কমিটির তরফে জানা গেছে, কোভিড-১৯ এর জেরে লক ডাউন চলছে। এবং তা চলতি মাাসের ২০ জুন পর্যন্ত চলবে বলে জানা গেছে। তারাপীঠ, বীরভূমের পঞ্চপীঠের এক পীঠ। তারা মায়ের পুজো দিতে এখানে বহু ধর্মপ্রান পূর্নাথীর সমাগম হয়। বীরভূম ছাড়াও কলকাতা ও প্রতিবেশী রাজ্যের মানুষও পুজো দিতে এখানে আসেন। স্বাভাবিকভাবেই ভীড় ভাট্টা বেশী হয়। প্রধানমন্ত্রী – মুখ্যমন্ত্রীদের বৈঠকের পর মন্দির কমিটি পরবর্তী সিধান্ত নেবে কখন খোলা হবে মন্দির।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।