বিডি-আলো ডেস্ক /মোঃ রিয়াদ হাসান আকাশঃ
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “ধর্মপ্রতিমন্ত্রীর রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এই প্রথম এ ভাইরাসে কারও মৃত্যুর খবর এল। ধর্ম প্রতিমন্ত্রীর মৃতদেহ দাফনের জন্য গোপালগঞ্জে নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত সে সময় বলেছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।