জাহিদুল ইসলাম, সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি
ফেনী জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে রবিবার (১৪ জুন) সকালে ৭ বাড়ী লকডাউন করলেন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। চেয়ারম্যান বাবু বাংলাদেশ আলোকে জানান, সাতবাড়ীয়া গ্রামের গন্দুমিয়া বাড়ীর সোনালী ব্যাংক কর্মকর্তা মোমিনুর রহমার ঢাকা থেকে আসলে তার মা ও তার স্ত্রী মরিয়ম বেগম সহ পরিবারের ৩ জন করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ী আজ সকালে লকডাউন করেন। এ ছাড়াও একই গ্রামের সোনাগাজী বাজারের মুদি দোকানদার শ্যাম্বু সাহা করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ী এবং ভাদাদিয়া গ্রামের হাফিজা খাতুন তার পুত্র বধু নিহার আক্তার সহ পরিবারের ২ জন আক্রান্ত হওয়ায় তাদের বাড়ী, চরএলাহী গ্রামের মোবারক হোসেন ( রবিন) এর বাড়ী সহ মোট ৭টি বাড়ী লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত ও লকডাউনে অবস্থানরত পরিবার গুলোকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন চেয়ারম্যান বাবু। তিনি এলাকায় আক্রান্ত সকল পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।