ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে পরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১৫, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ
পঠিত: 49 বার
Link Copied!

মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।

কুড়িগ্রামের উলিপুরে আম গাছের ডাল ভেঙ্গে পড়ে মাসুম মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মাসুম ওমর মজিদ ইউনিয়নের বটতলি গ্রামের আল আমিনের ছেলে ও আপুয়ার খাতা নেছারিয়া দাখিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।এলাকাবাসীরা জানায়,মাসুম মিয়া ছোট বেলা থেকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে তার নানা বাচ্চু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত। রোববার দুপুরবেলা সে নানাবাড়ির গাছের আম পাড়তে উঠলে গাছের ডাল ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না