সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে একই পরিবারের ৩ জনসহ নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ জন। আক্রান্তদের মধ্যে একজন ডাক্তারও রয়েছেন। রোববার রাতে (১৫ জুন) স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদেয় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী পজেটিভ সনাক্ত ১৬ জনের মধ্যে হাসপাতালের একজন ডাক্তার ছাড়া মন্ডলীভোগ এলাকার ৫ জন, মন্ডলীভোগ কালীবাড়ী সংলগ্ন এলাকার ৩ জন, রহমতবাগ আবাসিক এলাকার ৩ জন, দক্ষিন বাগবাড়ী এলাকার ২ জন, চরেরবন্দ এলাকার ১ জন ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের একজন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।