প্রকাশ দেব চট্টগ্ৰাম।
নগরীর জেল রোড এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ঔষধ তৈরি ও নকল স্যানিটাইজার তৈরি করে বিক্রির অপরাধে বিভিন্ন দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নকল স্যানিটাইজার ধ্বংস করা হয়।
আজ সোমবার (১৫ জুন) এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
শিরীন আক্তার বলেন, লাইসেন্স ছাড়া ঔষধ তৈরি ও নকল স্যানিটাইজার তৈরি করে বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামে জেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।