প্রকাশ দেব চট্টগ্ৰাম।
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৪ জুন) দুপুর আনুমানিক ৩টায় উপজেলার সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহনগর এলাকা সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় ঐ কিশোর (১৫) ট্রেন লাইন দিয়ে হেঁটে যাবার সময় একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার শরীর দুই টুকরো ও ছিন্ন ভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে বিকালে ফৌজদারহাট জিআরপি পুলিশের ইনচার্জ ইয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। আমরা লাশ উদ্ধার করতে এসেছি। তবে এখনো ছেলেটির নাম পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।