ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:০০
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে গর্ভবতী মায়েদের এবং শিশুদের সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১৭, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ডিগ্রী কলেজ মাঠে ও ফুলবাড়ী উপজেলায় গর্ভবতী মায়েদের ও শিশুদের ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় শুরু করে দিনব্যাপি তিন শতাধিক গর্ভবতী মাকে এ স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হেদায়েতুল ইসলাম।

এ দুই উপজেলায় রংপুর থেকে আগত সেনাবাহিনীর দুই নারী চিকিৎসকসহ ৫জন মেডিকেল অফিসার গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর গাইনী বিশেষজ্ঞ লে.কর্ণেল জিনিয়া সুলতানা,শিশু বিশেষজ্ঞ মেজর ইয়াসিন মেডিসিন বিশেষজ্ঞ জেনিফার বিনতে ইয়াসিন,ক্যাপ্টেন মিজানুর রশিদ প্রমুখ।

এসময় গর্ভবতী মায়েরা সেনাবাহিনীর সদস্যদের চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না