দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ
দিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত মদ্যপান করে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৪২) ও জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার প্রেম বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন উপজেলার নিজপাড়া ইউনিয়নের তেলিপাড়ার ইমাজ উদ্দীনের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, রাতে ২ বন্ধু মিলে উপজেলার ১ আদিবাসী পল্লীতে গিয়ে মদ্যপান করেন। এরপর তারা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালান। এ সময় ঘটনাস্থলে পৌছা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চগড়গামী একটি ট্রাক্টরের পিছনে দ্রুতগতিতে গিয়ে ধাক্কা দিয়ে তারা রাস্তায় পড়ে যান। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।