সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ::
ছাতক দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক’র সুপারিশে গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও এসও খালিদ হাসান ছাতকের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পাহাড়ি এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি সোনাই (বাইরং) নদীর ভাংগন এলাকা পরিদর্শন করেছেন। অব্যাহত নদী ভাংগনে হুমকির মুখে এখানের ফসলি জমি ও জনপদ। এসময় নির্বাহী প্রকৌশলী নদী ভাংগন রোধে কার্যকর ভূমিকা নেয়া হবে বলে জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, ভাংগন রোধে ব্যাবস্থা নিতে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশনা রয়েছে। এর আগে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল নদীভাংগন এলাকা পরিদর্শন করেছেন। নির্বাহী প্রকৌশলীর পরিদর্শনকালে ইউপি সদস্য লাল মিয়া, এলাকার আব্দুল জব্বার খোকন, আওয়ামীলীগ নেতা কামাল মাস্টার, শফিক মিয়া, বাহার মিয়া, রঘু মনি সিংহ, আব্দুল হক, শামসুল হক, জাহির মিয়া, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় সদস্য মিলন সিংহ, এলাইছ মিয়া,অনিল সিংহ ,আকদ্দুস আলী, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।