ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৭
আজকের সর্বশেষ সবখবর

বাগমারায় আম নামানোকে কেন্দ্র করে আহত এক!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১৮, ২০২০ ৪:৫৮ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

রাজশাহী জেলা বাগমারা উপজেলার ১৪ নং হামিরকুৎসা ইউপির তালঘরিয়া গ্রামে মোঃ রতন মৃধা তার লাগানো নিজন গাছের আম নামাতে গেলে সামিম মৃধা (২২)গুলেসতা বিবি (৪১) মোছাঃ রজি আক্তার( ১৮) মোঃ রিমা আক্তার (১৪) তারা দাবি করে বাড়ির গেটের সামনে আম গাছটি আমাদের আমরা এই গাছের ন্যায্য দাবিদার আমার এই গাছের আম নামাবো বলে দাবি করে। এক পর্যায়ে রতন মৃধা বলেন গাছ আমরা লাগাছি এবং আমাদের জমিতে রয়েছে এর আগেও আমরাই এই গাছের আম খেয়ে আসছি, এই বললেই কথা কাটাকাটির এক পর্যায়ে সামিম মৃধা গুলেসতা বিবি রোজি আক্তার, এবং রিমা আক্তার এলোপাতাড়ি ভাবে পাশে থাকা বাঁশের লাঠি দারা রতন মৃধাকে মারধর করে এবং গুপন অঙ্গ চেপে ধরে তখনি রতন মৃধা মাঠিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে তিনি বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছে, মোঃ রতন মৃধা চারজনকে আসামী করে বাগমারা থানায় সাধারন ডাইরিয়া করেছেন, সুষ্ঠ তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না