ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় অতর্কিত বাড়ির দেয়াল ধসে দশ বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ১৮, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ
পঠিত: 97 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ির দেয়াল ধসে পড়ে মুহাম্মদ মিনহাজ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার উত্তর কলাউজান রসুলাবাদ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার মুহাম্মদ রফিক ড্রাইভারের ছেলে ও সদর ইউনিয়নের ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি কলাউজান ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিশুর বাবা রফিক ড্রাইভার নতুন সেমিপাকা বাড়ি নির্মাণ করছে। এখনো নির্মাণাধীন বাড়ির বারান্দার কাজ চলমান। ঘটনার দিন সকালে রফিক ড্রাইভার বাড়ির প্রয়োজনীয় বাজার করতে দোকানে যায়। এ সময় সবার অগোচরে মিনহাজ বাড়ির বারান্দার দেওয়ালের উপরে উঠে। হঠাৎ বাড়ির দেয়ালের অংশ নিয়ে মাটিতে পড়ে যায়। পুনরায় বাড়ির দেয়ালের আরেকটি অংশ তার ঘাড়ের উপরে পড়ার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তার স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না