ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৮
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন করোনায় আক্রান্ত

বিডি আলো ডেস্ক
জুন ১৮, ২০২০ ৮:১৯ অপরাহ্ণ
পঠিত: 88 বার
Link Copied!

আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ নেতা মো. নিজাম উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত।  জমানায়, গত সপ্তাহ এখানে আগে তার হঠাৎ করে জ্ব ও হালকা কাসি দেখা দিলে গত ১৬ জুন সুনামগঞ্জ সদর হাসপাতালে তার নমুনা দেন। পরে গতকাল ১৭ জুন বুধবার তার নমুনায় করোনাভাইরাসের ফলাফল পজিটিভ আসে। সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিননের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে তার ছোট ভাই সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি  সেলিম হায়দার বাদাঘাট ইউনিয়ন বাসীর কাছে দোয়া চেয়ে বলেন, এই প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব কালে  নিজেকে সুস্থ্য রাখতে মুখে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে এবং  সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে  বাহির না হয়ে ঘরে থাকার জন্য আহবান জানান।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না