ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৩
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে ছাতক উপজেলা জেলার শীর্ষে

বিডি আলো ডেস্ক
জুন ১৮, ২০২০ ৮:২১ অপরাহ্ণ
পঠিত: 70 বার
Link Copied!

সেলিম মাহবুব, ছাতক (সুনামগঞ্জ):: 

করোনা ভাইরাসে আক্রান্তের দিক বিবেচনায় বর্তমানে সুনামগঞ্জ জেলার শীর্ষ স্থানে রয়েছে ছাতক উপজেলা। দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ সদর এবং তৃতীয় স্থানে রয়েছে ছাতকের পার্শ্ববর্তী উপজেলা দোয়ারা। তালিকায় সর্বনিম্ম স্থানে রয়েছে যৌথভাবে দিরাই ও ধর্মপাশা উপজেলা। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক পেইজ থেকে এ তথ্য জানা যায়। সূত্র অনুযায়ী ১৮ জুন পর্যন্ত ছাতক উপজেলায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১৯১ জন দেখানো হলেও আমাদের হিসেব অনুযায়ী নতুন আক্রান্ত আরো ৩জনসহ মোট ১৯৪ জন। সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭৭জন এবং ছাতকের পার্শ্ববর্তী উপজেলা দোয়ারায় ৬২ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে দিরাই ১৮ জন এবং ধর্মপাশা উপজেলায় ১৮জন।
ছাতকে (১৮ জুন) নতুন আরো ৩ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এরা হলেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের ১জন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন বাজারের ১ জন এবং  জাউয়া বাজার ইউনিয়নের গনিপুর গ্রামের ১ জন। নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না