তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার দুপুরে তার ছোট ভাই বিশিষ্ট বালু পাথর ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী সিলেট সমাচারকে এটা নিশ্চিত করেছেন।
গোলাম রব্বানী জানান, শারিরীক অবস্থা সন্দেহজনক হওয়ায় গত ১৭ জুন সুনামগঞ্জ সদর হাসপাতালে দেয়া নমুনার ফলাফলে ১৮ জুন করোনা পজিটিভ আসে।
তিনি জানান, করোনায় পজিটিভ হলেও তার বড় ভাই সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন। সবাই আমার ভাই রায়হান উদ্দিন রিপনের জন্য দোয়া করবেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।