মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী বাজার সংলগ্ন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী মোল্লার পুকুর থেকে এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় জনগনের তথ্যমতে, মৃত ব্যাক্তি একজন পাগল। কোন তথ্য কেউ জানে না। বেশ কিছুদিন থেকে তিনি নেওয়াশী বাজারে ও বাজারের আশেপাশে থাকতেন।মানুষের কাছে হাত পেতে জীবন চালাতেন।তাহার নিদিষ্ট পরিচয় কেউ সঠিকভাবে জানেন না বলে জানিয়েছেন।
ঘটনাস্থানে আসা নাগেশ্বরী থানার এস,আই সাইফুল্লাহ জানান, মৃত ব্যাক্তির সঠিক কোন তথ্য না থাকায়, তাহার লাশ মোল্লা পাড়া কবর স্থানে দাফনকাজ সম্পন্ন করার জন্য স্থানীয় জনগন অনুরোধ করেন।বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের নিদের্শনায় স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসনের সম্মতিক্রমে মোল্লাপাড়া কবর স্থানে দাফন করার ব্যবস্থা করা হয়।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।