প্রকাশ দেব, চট্টগ্রাম।
বাঁশখালীতে চাঞ্চল্যকর ১১ জন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সকালে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় অভিযান চালিয়ে আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জসিম উদ্দীন একই ইউনিয়নের ডোংরা গ্রামের আবদুর শুক্কুরের ছেলে।
উল্লেখ্য, বিগত ২০০৩ সালে ১৮ নভেম্বর উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর শীলপাড়া গ্রামে রাতের অন্ধকারে তেজেন্দ্র শীলের বাড়িতে আগুন দিয়ে ১০ মাসের শিশুসহ নৃশংসভাবে খুন করা হয় একই পরিবারের ১১ জনকে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, আলোচিত ১১ জন হত্যা মামলার পাশাপাশি ২০১৫ সালে গুনাগরি ঢালা সড়কে ডাকাতির মামলায় পলাতক আসামি ছিলেন জসীম উদ্দিন। তাছাড়া ১১ জন হত্যা মামলার আসামিরা বিভিন্ন স্থানে পলাতক থাকায় এবং মামলা সংক্রান্ত নানা জটিলতার কারণে আসামিরা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল। গ্রেপ্তারকৃত জসিম খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামে তার শ্বশুর বাড়ীতে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।