নাটোর প্রতিনিধিঃ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: আইপি টেলিভিশন দেশ নিউজ টিভি’র নাটোর জেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহাবুল আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক মাহাবুল আলম বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, নাটোরের বড়াইগ্রামের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদের অবৈধ কোচিং বাণিজ্য বিষয়ক একটি সংবাদ প্রকাশ হলে একই বিদ্যালয়ের শিক্ষক রকি সরকার তার নিজের ফেসবুকে মিথ্যা, আপত্তিকর ও মানহানিকর কথা লিখে পোস্ট দেয়। ওই পোস্টে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন পিনজু একইভাবে সাংবাদিক মাহাবুলের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালায়। ফেসবুকে আপত্তিকর ও মিথ্যাচার চালানোয় সাংবাদিক মাহাবুল আলমের মান ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করে সহকারী শিক্ষক রকি সরকার ও আবু সাঈদ এবং প্রধান শিক্ষক সরোয়ার হোসেন পিনজূ’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । সাংবাদিক মাহাবুল আলম জানান, অবৈধ কোচিং বাণিজ্য বিষয়ে সংবাদ পরিবেশনের কারণে আমাকে জড়িয়ে ওই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক সহ প্রধান শিক্ষক ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে গণমাধ্যম কর্মী হিসাবে আমার মান ক্ষুন্ন হয়েছে এবং সমাজে আমাকে অপদস্ত করা হয়েছে। সাংবাদিকগণ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইসিটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।বড়াইগ্রাম থানার ওসি অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।