মোছাঃ সিলভি হোসেন
ওয়েব সিরিজ কি??? যে সকল শর্ট নাটক,অভিনয় আমরা অনলাইন ইন্টারনেটের মাধ্যমে দেখে থাকি সেগুলোকেই ওয়েব সিরিজ বলা হয় ।এটির বিশেষ কোন স্ক্রিপ্ট লিখা থাকেনা।এখানে অনেকে অভিনয় করতে পারে যে কোন জায়গা থেকে এবং ঘরে বসে ও।সিরিজ সম্পূর্ণ হবার পরে এটিকে অতি তারাতারি অনলাইন এ প্রচার করে দেন নির্মাতা।নূন্যতম যুগে নেটফিলিক্স ও খুব জনপ্রিয় হয়ে উঠেছে।নেটফিলিক্স ও বলা চলে ওয়েব সিরিজ এরই এক অংশ যেখানে নতুন নতুন সিরিজ অনলাইন এ ডাউনলোড অথবা সাবস্ক্রিপশন করে অনেকে নানান সিরিজ উপভোগ করে থাকেন।
এখন বর্তমান পরিস্থিতিতে ওয়েব সিরিজ যেন কেরে নিচ্ছে ধারাবাহিকতা ।লকডাউন এ অনেক অভিনেতা, অভিনেত্রীরা বাইরে যেয়ে কাজ করতে পারছেন না ।তবে অনেক অভিনেতা ও অভিনেত্রীরা দেশে,বিদেশে ঘরে বসে ওয়েব সিরিজ এর মাধ্যমে কাজ করছেন।ফলে তাদের জনপ্রিয়তা ও তারা ধরে রাখতে পারছেন ।এতে স্ক্রিপ্ট এর ও কোন ঝামেলা থাকে না,না থাকে কোন ধারাবাহিক নাটক এর মতো প্রতিদিনের অভিনয় ঝামেলা।
কেউ বা সিরিজ এ নিজের বাস্তব জীবনের কাহিনী তুলে ধরছেন অন্যদিকে কেউ বা ফ্যানটাসি জগৎ সম্পর্কিত সিরিজ বানাচ্ছেন অল্প বাজেটে।
এটি খুব দীর্ঘ ঘন্টার হয়ে থাকে না খুবই অল্প সময় এবং শর্ট ভাবেই তৈরি হয়ে থাকে তাই এর জনপ্রিয়তা ও বারছে দিনের পর দিন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।