ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২০, ২০২০ ১১:১১ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন এর ধর্মপুর বাজার সংলগ্ন পাট ক্ষেত থেকে মোঃ সিয়াম রহমান (০৬) বছরের এক শিশুর মরা দেহ পাওয়া গেছে। মৃত সিয়াম ধর্মপুরের টাইলস মিস্ত্রি মোঃ জাহিদুল ইসলামের একমাত্র সন্তান।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯(জুন) রোজ শুক্রবার দুপুর ২ ঘটিকা থেকে সিয়াম নিখোঁজ ছিল। মৃত সিয়ামের বাবা-মা, আত্মীয়-স্বজন সবাই বসত বাড়ির আশপাশের পুকুর থেকে শুরু করে সব জায়গায় খোঁজাখুঁজি করে। পরবর্তীতে না পাওয়া গেলে মাইকের মাধ্যমে তাকে খোঁজার জন্য মাইকিং করা হয়।

আজ ২০ (জুন) শনিবার দুপুরে ছাগলকে খাওয়ানোর জন্য পাট গাছের পাতা তুলতে গিয়ে মৃত সিয়ামের লাশ দেখতে পান কয়েকজন মহিলা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সিয়ামের বাবা- মা সহ এলাকাবাসীর সবাই সিয়ামের লাশের কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পাট গাছ তার শরীরে পেঁচানো অবস্থায় দেখতে পান। বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে অবহিত করলে ফুলবাড়ী থানা পুলিশ এসে সিয়ামের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর নির্দেশ দেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এটি একটি হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায়় আনা হবে। থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না