ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭
আজকের সর্বশেষ সবখবর

২১,জুন বছরের প্রথম সূর্যগহণ!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২১, ২০২০ ২:৪৯ পূর্বাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

মোঃ সিলভি হোসেন

আজ ২১,জুন রবিবার সকালে শুরু হতে চলেছে বছরের প্রথম সূর্যগহণ ।এবারের সূর্যগহণ বছরের দীর্ঘতম সূর্যগহণ বলে জানা যাচ্ছে

ইংরেজিতে একে বলা হয় সোলার একলিপস্।অনুমান করে দেখা যায় সকাল ৯:১৫ থেকে শুরু করে দুপুর ৩টার কাছাকাছি সূর্যগহণটি হয়ে থাকতে পারে ।এই সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত ।

সূর্যগহণ কি??? চলুন সংখেপে এক নজর দেখে নেওয়া যাক ।পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদের উপস্থিতি থাকা কেই সূর্যগহণ বলা হয় ।

সূর্যগহণ চলাকালীন যেসব কাজগুলো এড়িয়ে যাওয়া উচিত তা হলো সড়াসড়ি সূর্যের দিকে না তাকানো,এতে চোখের আলোর খতি হয় ।

অনেক মনীষীরা মনে করেন এ সময় জল পান ছাড়া কোন ধরনের খাবার খাওয়া ঠিক না।এ সময় প্রয়োজন নিজের প্রতি বিশ্রাম নেওয়া।বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই সময় বিশেষ সতর্কতা পালন করা উচিত কেননা এর যে কোন খারাপ প্রভাব পড়তে পারে গর্বে থাকা সন্তানের উপর ।বিজ্ঞানীদের গবেষণার এটা ও অনুমান করা যাচ্ছে যে চলতি বছরের শেষের দিকে আরো ২ বা ১ টি সূর্যগহণ হবার সম্ভাবনা রয়েছে ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না