আজ রংপুর দেবদারু সোসাইটি মাধ্যমে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাফিউর রহমান ১০০০ হাজার জাত নিম গাছের চারা রোপন করেন ১৯ নং ওয়ার্ডে রংপুর ঈদের মাঠ সংলগ্ন ও তার পাশ্ববর্তী অঞ্চলে। সে সময় আরো উপস্থিত ছিলেন দেবদারু সোসাইটি অন্যতম নির্বাহী পরিচালক মোঃমোস্তাফিজুর রহমান লিখন ও অন্যান্য ব্যক্তিগর্ব জনগন। রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন গাছ আমাদের জাতীয় সন্পদ। গাছ আমাদের জীবন রক্ষাকারি। গাছ হতে আমরা প্রচুর পরিমাণ ফলমূল পেয়ে থাকি। তাছাড়া গাছ আমাদের জীবন রক্ষাকারি ঔষধ তৈরির নিয়ামক হিসাবে কাজ করে। তাই তিনি জাত নিম গাছ বেশি করে লাগানোর পরামর্শ দেন। জাত নিম বহু রোগ বালাই থেকে মানুষকে রক্ষা করে। গাছ রোপন শেষে মানব জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। সব সময় মাক্স পরিধান ও সাবান দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।