গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে নভেল করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন ২০২০ থেকে ৫ জুলাই ২০২০ পর্যন্ত ওই প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত হবে। প্রতিরোধ পক্ষে বলা হয়েছে, সামাজিক দুরুত্ব মেনে চলুন, জনসমাগম পরিহার করুন, ঘরে বাইরে মাস্ক পরিধান করুন, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিন।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প.প কর্মকর্তা ডা.মুজাহিদুল ইসলাম, গুরুাদসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাহারুল ইসলামসহ প্রমুখ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।