ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে করোনায় মৃত ব্যক্তির দাফন করায় ইমামকে মসজিদ থেকে বহিষ্কার!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২১, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ
পঠিত: 51 বার
Link Copied!

সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধিঃ জাহিদুল ইসলাম
ফেনীর সোনাগাজী উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল্ল্যাহ করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফনকার্যে অংশগ্রহণ করার কারনে চাকুরী থেকে বহিষ্কার করেছেন । আর এমনি সিদ্ধান্ত নিচ্ছেন উক্ত মসজিদ কমিটি।

জানা যায়, সোনাগাজী উপজেলার ৪নং ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য লেফটেন্যান্ট মাসুদ উদ্দিন চৌধুরীর চাচা সোনাপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিয়াউল হক গত ১৭ই জুন বুধবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। যার কাফন-দাফনে অংশগ্রহণ করে ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর কাফন-দাফন টিম। সে টিমের একজন সদস্য হিসেবে মাওলানা নূরুল্যাহও দাফনকার্যে উপস্থিত ছিলেন।

যার কারনে মসজিদ কমিটি ইমামকে ১৯ইজুন শুক্রবার ইমাম ও খতীবের দায়িত্ব থেকে সাময়িক অব্যহিত দেয় মসজিদ কমিটি। এবং তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তাকে সেখান থেকেও বের করে দেয়া হয়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না